মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

> লক শিখুন

টিউন করেছেন : RAKIB
আপনার কম্পিউটারের জন্য জটিল একটি লক শিখুন কোন সফটওয়ার ছাড়াই করতে পারবেন।

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। বুক ভরা কষ্ট নিয়ে আবারও টিউন করতে বসলাম।টিউন যে কয় জনের ভাল লাগবে তা আমি জানি না।য়ারা এটা জানেন না তাদের জন্য আমার এই টিউন। টিউন টি যদি ভাল না লাগে বলবেন মুছে ফেলবো
চলুন এবার কাজের কথায় আসা যাক।

1. Start ক্লিক করুন তারপর Run
2. লিখুন Syskey লিখে Ok চাপুন।
3. Update এ ক্লিক করুন।
4. Password startup এ ক্লিক করুন এবং আপনার পছন্দের Password টি দিন। এবার Ok করুন।
আপনার কাজ শেষ এবার আপনার কম্পিউটার টি Restart দিন।আর কোন সমস্যা হলে  আমাকে জানাতে ভুল করবেন না।
বি:দ্র: কমেন্টস করতে ভুলবেন না

1 comments:

MIZANUR RAHAMAN বলেছেন...

****************
****************
THANK YOU FOR YOUR TIPS.
THIS IS REALLY TRUE.
I LOCK MY PERSONAL FILE BY THIS WAY..
****************
****************

একটি মন্তব্য পোস্ট করুন

Give Your Comments....

facebook Photo