মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

Convert any file with P.D.F.

P.D.F. তৈরী করুন যে কোন ফাইল থেকে যে কোনভাবে

Convert any file with P.D.F.

Writter: Md. Rakibul Islam
Email:bdrakib2@yahoo.com          Mobile:+8801831084654 
 

এডৌবির পিডিএফ এর জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ই-বুকের জন্য পৃথবীর সবচেয়ে জনপ্রিয় ডকুমেন্ট হল পিডিএফ। ই-বুক বানানোর জন্য পিডিএফ ফাইল তৈরীর প্রয়োজন হয়। কিন্তু বিনামূল্যে যে সব সফ্টওয়্যার পাএয়া যায়, তাতে অনেক সীমাবদ্ধতা ও সমস্যা থাকে। যেমন:

১.বেশিরভাগ সফ্টএয়্যার ইউনিকোড সাপোর্ট করে না , ফলে বাঙলা লেখা যায় না।

২.এদের ভেতর কোম্পানী নিজেদের বিজ্ঞাপণ দিয়ে দেয় যা অত্যন্ত বিরক্তিকর।

২.সাধারণত ফ্রী সফ্টওয়্যার গুলো একটা নির্দিষ্ট সময় পর সার্ভিস বন্ধ হয়ে যায়।

৩.একেক ধরনের ফাইল থেকে পিডিএফ তৈরী করার জন্য আলাদা আলাদা সফ্টওয়্যার লাগে।যেমন: HTML ডকুমেন্ট থেকে পিডিএফ এ রূপান্তর করার জন্য এক সফ্টওয়্যার আবার ওয়ার্ড থেকে পিডিএফ এ রূপান্তর করার জন্য আরেক সফ্টওয়্যার র প্রয়োজন হয়। ইত্যাদি ইত্যাদি……..

কিন্তু আপনি যদি নিচের নিয়ম মানেন তাহলে বিনামূল্যে বিশেষ কোন সফ্টওয়্যার উপরের যে কোন সমস্যা ছাড়াই পিডিএফ বানাতে পারবেন। এজন্য কেবল একটা ছোট্ট সফ্টওয়্যার লাগবে। তবে মজার ব্যপার হল, এর জন্য আলাদাকরে কোন কাজ শিখার প্রয়োজন নেই। যে কোন ফাইল থেকেই (ওয়ার্ড,HTML,নোপ্যাড ইত্যাদী) পিডিএফ বানাতে পারবেন।

প্রথমেই http://www.dopdf.com/download.php  
থেকে doPdf নামক সফ্টওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নিন। জাস্ট ইনস্টল করুন ,আপনার আর কিছই করার দরকার নেই। 

এবার নিচের যে কোন একটি পথ আপন পছন্দমত বেছে নিন।

ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ: 

এবার আসাযাক কভাবে ডকুমেন্ট থেকে পিডিএফ বানাবেন। মাইক্রোসফ্ট ওয়ার্ড ওপেন করে আপনার পিডিএফ ফাইলে যা লিখবেন তা লিখুন অথবা আগের লেখা কোন ডকুমেন্ট ওপেন করুন। যা যা লিখবেন তা লিখে ফেলুন।

এবার File মেনু থেকে Print কমান্ড সিলেক্ট করুন। নতুন যে উইন্ডো আসবে তার Printer এর আওতাধীন Name নামক বক্স থেকে doPdf v7 সিলেক্ট করুন এবং সবিশেষে OK চাপুন। এখন নতুন একটি উইন্ডো আসবে । এখানের File Name নামক বক্সের পাশে Browse বাটনে ক্লিক করে যে জায়গায় সেভ করবেন তা দেখিয়ে দিন। শেষমেশ OK চাপুন । ব্যাস pdf হয়ে গেল। এবার আপনা আপনিই ফাইলটি ওপেন হবে। 


নোটপ্যাড থেকে পিডিএফ: 
নোটপ্যাড ওপেন করে যা লিখার লিখে ফেলুন। এবার File মেনু থেকে Print কমান্ড সিলেক্ট করুন। যে উইন্ডো আসবে তার Select Printer এর আওতাধীন Name নামক বক্স থেকে doPdf v7 সিলেক্ট করুন এবং সবিশেষে Print চাপুন। এখন নতুন একটি উইন্ডো আসবে । এখানের File Name নামক বক্সের পাশে Browse বাটনে ক্লিক করে যে জায়গায় সেভ করবেন তা দেখিয়ে দিন। শেষমেশ OK চাপুন । ব্যাস pdf হয়ে গেল। এবার আপনা আপনিই ফাইলটি ওপেন হবে।

HTML থেকে পিডিএফ:যে HTML ফাইলকে পিডিএফ করতে হবে , তা নোটপ্যাড বা অন্য কোন এডিটর দিয়ে ওপেন করুন। এবার সবার নিচে </BODY> ট্যাগের আগে নিচে কোডটুকু যোগ করুন:

<P><input type=button onclick=”javascript:print()” value=”Make Pdf”/></P>

ডকুমেন্টটি সেভ করে ব্রাউজার(যেমন:Internet Explorer , Opera ইত্যাদি যে কোন একটি ) দিয়ে পেজটি ওপেন করুন। একেবারে নিচে দেখবেন Make Pdf নামের একটি বাটন এসেছে। Make Pdf এ ক্লিক করুন। এখন যে উইন্ডো আসবে তার Select Printer এর আওতাধীন Name নামক বক্স থেকে doPdf v7 সিলেক্ট করুন এবং সবিশেষে Print চাপুন। এখন নতুন একটি উইন্ডো আসবে । এখানের File Name নামক বক্সের পাশে Browse বাটনে ক্লিক করে যে জায়গায় সেভ করবেন তা দেখিয়ে দিন। শেষমেশ OK চাপুন । ব্যাস pdf হয়ে গেল। এবার আপনা আপনিই ফাইলটি ওপেন হবে। 


অন্য যে কোন ফাইল থেকে পিডিএফ: 
এই পদ্ধতি ব্যবহার করে অন্য যে কোন ফাইল (যেমন:এক্সেল, এক্সেস ইত্যাদি….) থেকেও পিডিএফ বানাতে পারবেন। এজন্য কেবল File মেনু থেকে Print কমান্ড দিন। এবার উপরের মতন কাজ করুন।

কেমন লাগল জানাবেন। 

CD write without software

সফটওয়্যার ছাড়া CD Writeকরা


CD write without software


Writter: Md. Rakibul Islam

Email:bdrakib2@yahoo.com          Mobile:+8801831084654 
 

আমরা সফটওয়্যার ছাড়া CD Write করতে পারি। এ জন্য আমাদের অবশ্যই CD Writer থাকতে হবে। এবার যে যে ফাইল গুলি Write করবেন সে সে ফাইল সিলেক্ট করে এর মধ্যে ডান বাটন ক্লিক করলে এখনে আসা পপ মেনু থেকে send to মাউস রাখব। কিছুক্ষনের মধ্যেই কিছু মেনু আসবে। কখান থেকে আপনার CD Writerকে দেখিয়ে দিন। এবার CD ড্রাইভ এ Tempফাইল হিসাবে রয়েছে। এগুলুকে এখুন Write করতে হবে। এ জন্য CD Writer এ ডান বাটন ক্লিক করে “Write These File…..” এ ক্লিক করব। এ বার এখানে আপনার নাম দিন ও নেক্সট বাটন ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে CD Write সম্পন্য হবে। এভাবে আমরা সফটওয়্যার ছাড়া CD Writeকরতে পারি।

এ সম্পর্কে কোন সমস্যা থাকলে মন্তব্য লিখুন।

Hibernate by one click

এক ক্লিকে Hibernate করুন

Hibernate by one click


Writter: Md. Rakibul Islam  Email:bdrakib2@yahoo.com Mobile:+8801831084654  
আমার ঠিক আগের লেখাতে hibernate করার পদ্ধতি বলেছিলাম। এক ক্লিকে hibernate করা যায়। 

এর জন্য নিচের কাজ গুলো করতে হবে। 

ডেস্কটপ এর ফাকা স্থানে রাইট ক্লিক করতে হবে। 

এরপর NEW>SHORTCUT. 

এরপর create shortcut window আসবে। 

বক্সে নিচের কমান্ড লিখতে হবে। 

       rundll32.exe PowrProf.dll, SetSuspendState 

এরপর next এ ক্লিক করে নাম দিয়ে শেষ করতে হবে 

৬ বাস এখন ঐ shortcut ক্লিক করলে hibernate হবে।


Give Your Comments....

facebook Photo