সোমবার, ৮ আগস্ট, ২০১১

>> Color Your Harddisk Drive Font

 Color Your Harddisk Drive Font

হার্ডডিস্ক ড্রাইভের আইকনের ফন্ট রঙিন করা 
 Writter: Md. Rakibul Islam 
-------------------------------------------------------------------
আপনি ইচ্ছা করলে আপনার হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভের আইকনগুলোর অক্ষর বা ফন্ট রঙিন করতে পারেন। এ জন্য আপনাকে প্রথমেই নোটপ্যাড খুলে নিচের সংকেতগুলো লিখতে হবে।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Text=0x0000FF
এবার এটিকে desktop.ini নামে ডেস্কটপে Save করুন। এখানে লক্ষ করলে দেখা যাবে, IconArea_Text=0x0000FF নামের একটি Data আছে। এখানে 0000FF নামের code দ্বারা শুধু লাল রঙের ফন্ট দেখতে পাবেন। ভিন্ন ভিন্ন রঙের জন্য ভিন্ন ভিন্ন code ব্যবহার করতে হবে। যেমন-0000FF-এর জন্য লাল রং, 00FFFF-এর জন্য হলুদ রং, A52A2A-এর জন্য ধূসর রং, ADFF2F-এর জন্য সবুজ রং—এভাবে বিভিন্ন কোড ব্যবহার করে আপনি বিভিন্ন রং পেতে পারেন। আপনি যে ড্রাইভের ফন্ট রঙিন করতে চান, desktop.ini নামের ফাইলটি সেসব ড্রাইভে রেখে Refresh করলেই রঙিন ফন্ট দেখতে পাবেন। এভাবে ভিন্ন ভিন্ন code ব্যবহার করে ভিন্ন ভিন্ন রঙের ফন্ট পেতে পারেন। 

www.RakibTips.blogspot.com 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Give Your Comments....

facebook Photo