Safe Your Computer & Internet Data
কম্পিউটার ও ইন্টারনেটে তথ্য নিরাপদে রাখুন
Writter: Md. Rakibul Islam
*নিয়মিত আপডেট করেন এমন সব ফাইল C:\ ড্রাইভে রাখবেন না।
*সব সময় গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখুন। এতে একটি ফাইল হারিয়ে গেলেও অন্যটি পেতে সুবিধা হবে।
*আপনার তথ্যের পরিমাণ বেশি হলে সিডি/ডিভিডিতে রাখতে পারেন। এ ছাড়া বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভে গুরুত্বপূর্ণ তথ্য রাখুন।
*ইন্টারনেটে ব্যাকআপ হিসেবে ই-মেইল বক্স ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজনীয় ফাইল এবং তথ্য ই-মেইলে সংরক্ষণ করে রাখলে নিরাপদ থাকবে।
*নিজের কম্পিউটার ছাড়া ‘ গোপন নম্বর (পাসওয়ার্ড) মনে রাখুন’ এ জাতীয় অপশন ওকে করবেন না। ভুলে করে ফেললে মুছে ফেলুন সঙ্গে সঙ্গেই।
*একই পাসওয়ার্ড একাধিকবার ব্যবহার করা উচিত নয়। একই পাসওয়ার্ড দিয়ে মেইল/ব্লগ/ফোরাম/ডাউনলোড সাইট ইত্যাদিতে নিবন্ধন করবেন না।অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পেছনে এটি একটি বড় কারণ।
*একাধিক গোপান নম্বর মনে রাখতে সমস্যা হলে তা একটি ই-মেইল হিসেবে আপনার গোপন ই-মেইল বক্সে রাখুন।
*নিজের কম্পিউটার ছাড়া সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার থেকে খুব গুরুত্বপূর্ণ গোপন নম্বরগুলো ব্যবহার না করাই ভালো।আর যদি করতেই হয়, তাহলে নিজের কম্পিউটারে গিয়ে গোপন নম্বর পরিবর্তন করে ফেলুন।
*নিজের কম্পিউটার ছাড়া অন্য কোথাও অ্যাকাউন্টে লগইনের পর অবশ্যই মনে করে লগঅফ করুন।এটি অনেকেই ভুলে যান, এতে অনলাইন-নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্ট হতে পারে।
*ই-মেইল বক্সে অটো ফরোয়ার্ড করার কিছু অপশন থাকে। মাঝেমধ্যে সেগুলো চেক করে দেখুন, আপনার ই-মেইল বক্স থেকে অজানা কোনো ই-মেইল ঠিকানায় মেইল ফরোয়ার্ড হচ্ছে কি না।
*প্রেরকে (From) ঘরে আপনার পরিচিত কোনো মেইল অ্যাড্রেস থাকা মানেই সেই ব্যক্তি আপনাকে মেইল করেছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। আরেকজনের মেইল আইডি From-এর ঘরে বসানো যায়। তাই সাবধান থাকুন।
*ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করুন।
www.RakibTips.blogspot.com
কম্পিউটার ও ইন্টারনেটে তথ্য নিরাপদে রাখুন
Writter: Md. Rakibul Islam
*নিয়মিত আপডেট করেন এমন সব ফাইল C:\ ড্রাইভে রাখবেন না।
*সব সময় গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখুন। এতে একটি ফাইল হারিয়ে গেলেও অন্যটি পেতে সুবিধা হবে।
*আপনার তথ্যের পরিমাণ বেশি হলে সিডি/ডিভিডিতে রাখতে পারেন। এ ছাড়া বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভে গুরুত্বপূর্ণ তথ্য রাখুন।
*ইন্টারনেটে ব্যাকআপ হিসেবে ই-মেইল বক্স ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজনীয় ফাইল এবং তথ্য ই-মেইলে সংরক্ষণ করে রাখলে নিরাপদ থাকবে।
*নিজের কম্পিউটার ছাড়া ‘ গোপন নম্বর (পাসওয়ার্ড) মনে রাখুন’ এ জাতীয় অপশন ওকে করবেন না। ভুলে করে ফেললে মুছে ফেলুন সঙ্গে সঙ্গেই।
*একই পাসওয়ার্ড একাধিকবার ব্যবহার করা উচিত নয়। একই পাসওয়ার্ড দিয়ে মেইল/ব্লগ/ফোরাম/ডাউনলোড সাইট ইত্যাদিতে নিবন্ধন করবেন না।অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পেছনে এটি একটি বড় কারণ।
*একাধিক গোপান নম্বর মনে রাখতে সমস্যা হলে তা একটি ই-মেইল হিসেবে আপনার গোপন ই-মেইল বক্সে রাখুন।
*নিজের কম্পিউটার ছাড়া সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার থেকে খুব গুরুত্বপূর্ণ গোপন নম্বরগুলো ব্যবহার না করাই ভালো।আর যদি করতেই হয়, তাহলে নিজের কম্পিউটারে গিয়ে গোপন নম্বর পরিবর্তন করে ফেলুন।
*নিজের কম্পিউটার ছাড়া অন্য কোথাও অ্যাকাউন্টে লগইনের পর অবশ্যই মনে করে লগঅফ করুন।এটি অনেকেই ভুলে যান, এতে অনলাইন-নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্ট হতে পারে।
*ই-মেইল বক্সে অটো ফরোয়ার্ড করার কিছু অপশন থাকে। মাঝেমধ্যে সেগুলো চেক করে দেখুন, আপনার ই-মেইল বক্স থেকে অজানা কোনো ই-মেইল ঠিকানায় মেইল ফরোয়ার্ড হচ্ছে কি না।
*প্রেরকে (From) ঘরে আপনার পরিচিত কোনো মেইল অ্যাড্রেস থাকা মানেই সেই ব্যক্তি আপনাকে মেইল করেছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। আরেকজনের মেইল আইডি From-এর ঘরে বসানো যায়। তাই সাবধান থাকুন।
*ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করুন।
www.RakibTips.blogspot.com
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন