সোমবার, ৮ আগস্ট, ২০১১

>> ফেসবুকের নতুন সেটিংস

ফেসবুকের নতুন সেটিংস
Writter: Md. Rakibul Islam 

ফেসবুক কিছুদিন পরপর তার সেটিংস পরিবর্তন করে। পুরনো সেটিং এ অভ্যস্থ হয়ে যাওয়ার পর হঠাৎ করে নতুন সেটিংএ অনেক ঝামেলায় পড়তে হয়। কোথায় কি আছে তা সহজে খুঁজে পাওয়া যায় না। নিচে ফেসবুকের নতুন সেটিংসের খুঁটিনাটি সবকিছু দেয়া হল।
 

১. আপনাকে আপনার বন্ধুরা ব্যতিত অন্য কেউ খুঁজে পাবে না, মেসেজ দিতে পারবে না, অপরিচিত কেউ বন্ধু হবার জন্য অনুরোধ পাঠাতে পারবে না বা আপনার বন্ধু কারা তা যেন কেউ না দেখতে পায় এমন সেটিং তৈরি করার জন্য প্রথমে উপরে ডান পাশে Account থেকে Privacy Settings এ ক্লিক করুন। এখন Basic Directory Information থেকে View settings এ ক্লিক করুন। Search for me on Facebook, Send me friend requests, Send me messages, See my friend list ইত্যাদি সেটিং ডান পাশের বাটন থেকে পছন্দমতপরিবর্তন করে নিন।
 

২. আপনার ইমেইল আইডি কেউ দেখবে না এমনকি আপনার বন্ধুরাও না বা আপনার ওয়াল এ আপনার বন্ধুরা কেউ কিছু লিখতে পারবে না বা সবাই লিখতে পারবে অথবা আপনার জন্ম তারিখ, সম্পর্ক, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি কেউ দেখতে পারবে না বা শুধু আপনার বন্ধুরা দেখতে পারবে বা সবাই দেখতে পারবে এমন সেটিং তৈরি করতে চাইলে প্রথমে উপরে ডান পাশে Account থেকে Privacy Settings এ ক্লিক করুন। এখন নিচে থেকে Customize settings এ ক্লিক করে নতুন পেজ আসলে সেখান থেকে পছন্দমত সেটিং পরিবর্তন করে নিন।
 

৩. আপনার প্রোপাইল ফটো শুধু আপনার বন্ধুরা দেখবে অন্য কেউ দেখতে পারবে না বা আপনার কোন ফটো এলবামটি সবাই দেখতে পারবে, কোন এলবামটি কেউ দেখতে পারবে না এমন সেটিং তৈরি করতে চাইলে প্রথমে আপনার profile এ ক্লিক করুন। তারপর Photos এ ক্লিক করুন। এখন নিচে Album Privacy তে ক্লিক করে নতুন পেজ আসলে সেখান থেকে পছন্দমত সেটিং পরিবর্তন করে নিন।
 

৪. আবার আপনার Profile থেকে Info তে ক্লিক করে About Me, Work and Education, Likes and Interests, Contact Information এর ডান পাশের Edit এ ক্লিক করে জন্ম তারিখ, সম্পর্ক, স্কুল কলেজের নাম, কার্যপ্রণালী, যোগাযোগের ঠিকানা ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
 

৫. ফেসবুকে আপনি কার কার কাছে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য উপরে ডান পাশে Account থেকে Edit Friends এ ক্লিক করুন। এখন বাম পাশ থেকে List এর নিচে Friends এ ক্লিক করুন। আপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম আসবে। যাদের কাছে Friend Request পাঠিয়েছেন তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবে। কোন বন্ধুকে ডিলিট করতে চাইলে অথবা যাকে Friend Request পাঠিয়েছেন সেই Friend Request বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুন।
 

৬. কেউ যদি ফেসবুকে আপনাকে ডিস্টার্ব করে যেমন মেসেজ দেয়, বার বার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Account থেকে Privacy Settings এ ক্লিক করুন। এখন একেবারে নিচে Block Lists এর নিচে Edit your list এ ক্লিক করুন। নতুন পেজ আসলে Name অথবা Email বক্সে কারো নাম বা ইমেইল আইডি লিখে Block This User এ ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেন। একই ভাবে আবার Unblock এ ক্লিক করে তাকে আনব্লকও করতে পারেন।
 

৭. ফেসবুকের একটা বিরক্তিকর জিনিস হল কেউ যদি আপনার কাছে Add Request পাঠায়, message দেয় বা আপনার wall এ কিছু লিখে বা আপনার কোন লেখা বা ছবিতে Comments করে তাহলে তা আবার ইমেইল এর মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে দেখা যায় প্রতিদিন ফেসবুক থেকে অসংখ্য ইমেইল আসে যা খুবই বিরক্তিকর। এটি থেকে মুক্তি পেতে হলে প্রথমে উপরে ডান পাশে Account থেকে Account Settings এ ক্লিক করুন।নতুন যে পেজটি আসবে সেটি থেকে Notifications এ ক্লিক করুন। এখন ডান পাশ থেকে সবগুলো ঠিক চিহ্ন তুলে দিয়ে Save Changes এ ক্লিক করুন।
 

৮. ফেসবুকে কাউকে Add Request পাঠালে বার বার শুধু Security code চায়। এটি থেকে মুক্তি পেতে হলে যখন Security code চাইবে তখন Verify your account এ ক্লিক করে নতুন উইন্ডো আসলে সেখানে আপনার ফোন নাম্বার লিখে Confirm এ ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলে একটি কোড নাম্বার এসেছে। সেই কোড নাম্বার কোড বক্সে লিখে Confirm এ ক্লিক করুন। তাহলে দেখবেন আর সিকিউরিটি কোড চাইবে না।
 

৯. ফেসবুকে অনেকের নামের পাশে কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায় আবার অনেকের দেখা যায় না। নামের পাশে কোন নেটওয়ার্ক যুক্ত করতে চাইলে প্রথমে উপরে ডান পাশে Account থেকে Account Settings এ ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে সেটি থেকে Networks এ ক্লিক করুন। এখন ডান পাশে Network Name বক্সে কোন নাম লিখে Join Network এ ক্লিক করুন। এভাবে আপনি একাধিক নেটওয়ার্কের সাথেও যুক্ত হতে পারবেন। আবার Leave Network এ ক্লিক করে আপনার নামের পাশের নেটওয়ার্কটি বাদও দিতে পারবেন।
 

১০. ফেসবুকের সব লেখা ইংরেজি। আপনি চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে উপরে ডান পাশে Account থেকে Account Settings এ ক্লিক করুন। নতুন পেজ আসলে সেখান থেকে Language এ ক্লিক করুন। এখন Primary Language এ English(US) এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে একটু সময় অপেক্ষা করুন দেখবেন সমস্ত ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English(US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
 

১১. আপনার নাম, ইমেইল আইডি, পাসওয়ার্ড, নিরাপত্তা প্রশ্ন ইত্যাদি পরিবর্তন করতে চাইলেAccount থেকে Account Settings এ ক্লিক করে নতুন পেজ আসলে সেখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক এ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে নিচে থেকে Deactivate এ ক্লিক করে আপনার এ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। আবার Activate করতে চাইলে পুনরায় সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।
 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Give Your Comments....

facebook Photo