সোমবার, ৮ আগস্ট, ২০১১

>> Quick Shut Down Your pc

Quick Shut Down Your pc 
কম্পিউটার বন্ধ হবে দ্রুত
কম্পিউটার বন্ধ হতে সময় লাগাটা একটা সমস্যাই। মাঝেমধ্যে এমন ধীর গতিতে বন্ধ হওয়ায় বিরক্ত হন ব্যবহারকারী। এ ধীর গতির কাজটি হয় মূলত উইন্ডোজ প্রত্যেকবার Shutdown হওয়ার সময় এর অভ্যন্তরীণ কিছু টেম্পোরারি পাতা Clear করে দেয়। যার ফলে কম্পিউটার বন্ধ প্রক্রিয়াটি ধীর গতিতে হয়। ইচ্ছে করলে এ প্রক্রিয়াটি বন্ধ করে দ্রুত গতিতে কম্পিউটার বন্ধ করা সম্ভব। এতে আপনার পিসির বন্ধ হওয়ার গতি বৃদ্ধি পাবে কয়েকগুণ। এ জন্য শুরুতে Start-এ ক্লিক করুন। এবার Run-এ গিয়ে regedit এবং Enter দিন। এবার আসা Registry Editor থেকে HKEY>LOCAL>MACHINE-এ যান এবং দুইবার ক্লিক করুন। এবার System-এ গিয়ে Current Control Set-এ দুইবার ক্লিক করুন। এবার Control থেকে Session Manager-এ যান। এবার Memory Management মেনুটি খুঁজে বের করুন। এবার এ মেনু থেকে Clear Page At Shutdown-এ গিয়ে এর ভ্যালু ০ (শূন্য) করে দিন। সবশেষে কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার আপনার কম্পিউটার দ্রুত বন্ধ হবে।
 www.RakibTips.blogspot.com

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Give Your Comments....

facebook Photo